দশম গ্রেড আমাদের দাবি নয়,আমাদের অধিকার এই স্লোগানে ঠাকুরগাঁওয়ের হরিপুরে প্রাথমিক সহকারী শিক্ষকদের এক মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি আয়োজন করা হয়েছে।
হরিপুর উপজেলা প্রতিনিধিঃ
আজ বিকেল ৪ টায় হরিপুর উপজেলা পরিষদে চত্বরে উপজেলার প্রাথমিক সহকারি শিক্ষকবৃন্দের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
এক দফা,এক দাবি এই স্লোগান নিয়ে বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে থাকা উপজেলার সহকারি শিক্ষকবৃন্দ।এই সময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বক্ষ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাসুদ রানা বলেন, যাদের শিক্ষার মূল ভিত্তি বলা হয়,তারা কেন তৃতীয় শ্রেণি? তাই আমাদের ১০ম গ্রেড দেওয়া হোক অর্থের জন্য নয় মূলত সম্মানের জন্য হলেও আমাদের দাবী মানা হোক।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন হরিপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আলী আকবর,প্রধান শিক্ষক প্রদীপ কুমার দাশ ও আব্দুস সোবহান সহ অন্যন্যা শিক্ষকবৃন্দ।
মানববন্ধন কর্মসূচি শেষে দাবি সম্বলিত স্মারকলিপি প্রধান উপদষ্টা বরাবর হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুজ্জামান এর কাছে হস্তান্তর করেন প্রাথমিক সহকারী শিক্ষকবৃন্দের একটি প্রতিনিধি দল।