Breaking
Mon. Dec 23rd, 2024

ঠাকুরগাঁওয়ে জাতীয় যুব দিবসে শোভাযাত্রা, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ


স্টাফ রিপোর্টার: ” দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে

শোভাযাত্রা, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তর ঠাকুরগাঁও ও যুব উন্নয়ন অধিদপ্তর, উপ-পরিচালকের কার্যালয় এবং যুব প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ আয়োজন এসব কর্মসূচি পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে বের হয়ে ঠাকুরগাঁও দিনাজপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে মিলিত হয়। পরে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে দিবসের গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা। বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সরদার মোস্তফা শাহিন ও সহকারী পুলিশ সুপার সার্কেল মো: রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মনসুর রহমান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঠাকুরগাঁও যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক জুলফিকার আলী, যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর শাহিন সুলতানা আরা গণী।
বক্তারা যুবক-যুবতিদের আরো বেশি পড়াশোনা ও কর্মমুখী শিক্ষা এবং কারিগরি শিক্ষায় গুরুত্ব দিয়ে নিজেদের ও অন্যেরও কর্মসংস্থান সৃষ্টির আহবান জানান।
সে সময় ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির ও জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ প্রশাসনের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তর ঠাকুরগাঁও এর কর্মকর্তা ও কর্মচারীরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ঠাকুরগাঁও এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে যুব প্রশিক্ষণার্থী মাঝে যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়। যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট ইসরাত ফারজানা।
সব শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও শহীদ পরিবার স্বরণে যুব উন্নয়ন অধিদপ্তর ঠাকুরগাঁও এ বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়।


আপনার জন্য