ঠাকুরগাঁওয়ের হরিপুরে দেশের শীর্ষস্হানীয় বীমা কোম্পানি ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের এর উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
হরিপুর উপজেলা প্রতিনিধিঃ
বুধবার বিকেল ৪ টায় রাণীশংকৈল জোনাল অফিসে ডিজিএম মরিয়ম বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনসুরেন্স কোম্পানি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খোরশেদ আলম, ঠাকুরগাঁও ও নীলফামারী জোনের মনিটরিং ইনচার্জ মনির হোসেন। প্রধান অতিথির বক্তব্যে জনাব খোরশেদ আলম বলেন, ন্যাশনাল লাইফ ইনসুরেন্স কোম্পানি দেশের শীর্ষ করদাতা বীমা কোম্পানি। দেশের বিভিন্ন খাতে এই বীমা প্রতিষ্ঠান অবদান রেখে চলেছে। বীমা একজন মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ তার উপর গুরুত্বারোপ আরোপ করেন তিনি। এসময় ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মী ও স্হানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন পেশাজীবির মানুষ উপস্থিত ছিলেন।