Breaking
Sat. Apr 19th, 2025

আমার বাড়িতে হামলা ভাঙচুর হয়নি: লিটন দাস


বাংলাদেশ ক্রিকেট টিমের ওপেনিং ব্যাটসম্যান লিটন দাস কুমারের গ্রামের বাসা দিনাজপুরে, তার ঘরবাড়ি যে ভাঙচুর হয়নি, সেটি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।
তার স্ট্যাটাসটি হুবুহু তুলে দেওয়া হলো-

প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই।
সাম্প্রতিক কালে বিভিন্ন মিডয়াতে একটি খবর প্রচার হয়েছে আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে, যার কোন সত্যতা নেই। কেউ এইসব গুজবে কান দিবেন না। আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি। আমি বিশ্বাস করি আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে আমরা সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে যেন একসাথে সামনে এগিয়ে যেতে পারি সেটাই এখন আমাদের একমাত্র মূলমন্ত্র হওয়া উচিত। আমার দিনাজপুরবাসীসহ পুরো দেশ একে অন্যের রক্ষায়  যেভাবে নিয়োজিত ছিলেন সেটা সত্যিই প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ। আমি আশা করবো  ভবিষ্যতেও আমরা সবাই একসাথে থাকবো এবং সকল ধরনের সহিংসতা থেকে দূরে রাখবো এই দেশটাকে । কারণ দেশটা আমাদের সবার।

বাংলাদেশের মানুষ অকৃতজ্ঞ-হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়


আপনার জন্য