Breaking
Mon. Jul 21st, 2025

হরিপুরে আদিবাসীদের এ কেমন বর্বরতা?


নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কাড়িগাঁও বিজিবি ক্যাম্প পার হয়ে সাঁওতাল আর বর্তমান জমির মালিক এর সাথে সংঘর্ষ।

আদিবাসীরা সচরাচর খুব সহজ সরল জীবন যাপন করে থাকেন। হরিপুরের বিভিন্ন সমতল ভূমিতে তাদের বসবাস। হরিপুরের প্রায় প্রতিটি ইউনিয়নে তাদের বসবাস।

আজ হঠাৎ কারিগাঁও এর বিল তথা মাঠে স্থানীয় জনগণ জমির মালিক পক্ষের সাথে তাদের সংঘর্ষ বাঁধে। উক্ত সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় ১০ জন বর্তমান জমির মালিক আহত । তীর ধনুক দিয়ে তারা সাধারণ জনগণের দিকে ছুড়ে মারে।

স্থানীয় জনগণের দাবি, সাঁওতালদের এমন বর্বরোচিত হামলাকে প্রতিহত করা এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচারের কাঠগড়ায় দাঁড় করা যেন হয়। এছাড়া যেসব স্থানীয় মানুষ আহত হয়েছেন, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা।

 


আপনার জন্য