বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার হরিপুর উপজেলার ৫নং হরিপুর ইউনিয়নের অফিস উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
গত ১২-১১-২৪ রোজ মঙ্গলবার হরিপুর উপজেলায় কালিগঞ্জ এ জামাতের অফিস উদ্বোধন করেন ৫ নং হরিপুর ইউনিয়ন শাখা। ৫ নং হরিপুর ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন অনুষ্ঠানটি হরিপুর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ আফসার আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বিগত দিনে জামায়াত ইসলামী সহ বিরোধী সকল দলের তেমন প্রকাশ্যে সাংগঠনিক কাজ বাস্তবায়ন না হলেও,, ৫ তারিখের পর সকল দলের সাংগঠনিক কাজ প্রকাশ্যে দেখা যাচ্ছে।তারই ধারাবাহিকতাই জামায়াতে ইসলামী কাজ করে জাচ্ছে।অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও দুই আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম সাবেক আমির ঠাকুরগাঁও জেলা ও সূরা সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ রমিজ উদ্দিন। সেক্রেটারি হরিপুর উপজেলা।
উপস্থিত ছিলেন মোঃ কামরুজ্জামান অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হরিপুর উপজেলা।আরো স্থানীয় দায়িত্বশীল গন উপস্থিত ছিলেন।
অফিস উদ্বোধন অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন জামায়াতে ইসলামের অফিস এখানে শুধু চায়ের আড্ডা হবে না, এখানে গবেষণা, শিক্ষা, ধর্মচর্চা সহ সকল প্রকার কাজের জন্য এ অফিস্টি ব্যবহার করা হবে।
অনুষ্ঠানটি মোঃ আফছার আলী উপস্থাপনা করেন এবং সর্বশেষ অনুষ্ঠানের প্রধান মেহমান মাওলানা মোঃ বরকতউল্লাহ এর মোনাজাতের মাধ্যমে সমাপ্তি করেন।