Breaking
Mon. Dec 23rd, 2024

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন করতে হবে-


আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরের প্রানকেন্দ্র চৌমাথা মোড়ে পথসভা ও লিফলেট বিতরণ করেছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। যুবদলের এ পথসভায় নুরুল ইসলাম নয়ন বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন করতে হবে।

রোববার ৩রা নভেম্বর দুপুরে পলাশবাড়ী উপজেলা যুবদলের আহবায়ক মোশফেকুর রহমান রিপন এর সভাপতিত্বে ও সদস্য সচিব রাজু আহম্মেদ এর সঞ্চালনায় পৌর যুবদলের আয়োজনে পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম নাজু।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, সহ- সভাপতি ছাদেকুল ইসলাম রুবেল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইউনুছ আলী দুখু, এ্যাডঃ আল আমিন,আজাদুল আকন্দ, উপজেলা যুবদলের সিঃযুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু, পৌর যুবদলের আহবায়ক লতিফ, সদস্য সচিব হেমাইদুল, সিঃযুগ্ম আহবায়ক পলাশবাড়ী যুবদলের কান্ডারী রাজু আহমেদ, রুহুল আমিন, যুগ্ম আহবায়ক সুমন প্রমুখ।

পথসভা শেষে পলাশবাড়ীর চৌমাথায় পথচারী ও দোকানদারের মাঝে ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্মিলিত লিফলেট বিতরণ করেন।


আপনার জন্য