স্টাফ রিপোর্টার-এম এইচ কাঞ্চনঃ
মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে আমিনুল, বাঁচার আকুতি তার। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তার গরিব পিতা মোঃ আব্দল ওহাব। বর্তমানে আমিনুল ইসলাম, দিনাজপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টার & হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চিকিৎসক জানিয়েছেন, সে মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের দামোল গ্রামে তার বসবাস। তার পরিবার জানিয়েছে, আমিনুলের চিকিৎসায় ইতোমধ্যে প্রায় ৩ লাখ টাকা ব্যয় হয়েছে। চিকিৎসা করাতে আরও প্রায় ৫-৬ লাখ টাকার প্রয়োজন। তার গরিব পিতা মাতার পক্ষে এত টাকা সংগ্রহ করা সম্ভব নয়। সমাজে বিত্তশালী, ধনবান ও শুভাকাঙ্খীদের কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন তিনি।
আমিনুলের সংসারে তার বৃদ্ধ পিতা মাতাসহ, দুই সন্তান ও স্ত্রী রয়েছেন। পরিবারের একমাত্র আয়ের উৎস আমিনুল ক্যান্সারে আক্রান্ত। পরিবারটিও আর্থিকভাবে অস্বচ্ছল। তার স্ত্রী বারবার আকুতি মিনতি করে জানান, আমার স্বামীকে বাঁচান, আমার সন্তান গুলো যেন এতিম না হয়। তার স্ত্রীর আর্তনাদে ভেসে ওঠে স্বামী হারানোর আতংক।
আমিনুলের বাবা জানান, ছয় মাস আগে তার মরণব্যাধি ব্লাড ক্যান্সার ধরা পড়ে। প্রথমে হার্নিয়ার অপারেশন করার পরপর এই ব্লাড ক্যান্সার ধরা পড়ে। আমি বৃদ্ধ মানুষ, এদিকে আমার সংসারে হাল ধরার মতো কেউ নেই। একমাত্র সন্তান আমিনুল ক্যান্সারে আক্রান্ত। তার মা আমিনুলের ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা শুনে পাগল প্রায়।
তার প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, সে অত্যন্ত বিনয়ী, ভালো ছেলে। হঠাৎ করে তার এমন রোগ ধরা পড়ল, যা সত্যিই দুঃখজনক। তার বাবা-মা দুজনেই কৃষি কাজ করে। তার বাবার সামর্থ্য নাই চিকিৎসা করানোর। সমাজের বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।
তার মা বলেন, এপর্যন্ত কিছু সহযোগীতা পেয়েছি তা দিয়ে পরীক্ষা ও ঔষধ কিনতে পারছি, অপারেশন করতে অনেক টাকা লাগবে এত টাকা কোথায় পাবো। আপনাদের সহযোগীতা পেলে আমার ছেলেকে অপারেশন করে সুস্থ্য করে তোলা সম্ভব।
সাহায্য পাঠানোর জন্যঃ-
রোগীর বিকাশ/রকেট/নগদঃ 01333955252 (রোগীর নাম্বার)