হরিপুরে বাস এক্সিডেন্টে ৮ বছরের বাচ্চা নিহত।
হরিপুর উপজেলা প্রতিনিধিঃ (মুহাম্মদ শহীদুল্লাহ্):
হরিপুরে বীরগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জাহিরুল এন্টারপ্রাইজ নামে কোচবাহী গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন (শিশু) নিহত।
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গিপাড়া ইউনিয়নের পাহাড়গাঁও গ্রাম সংলগ্ন রাস্তায় বাস এক্সিডেন্টে একজন নিহত ও দুইজন আহত হয়।
আজ ৮-১০ ২০২৪ইং রোজ মঙ্গলবার বিকাল তিনটা পাঁচ মিনিটে পাহাড়গাঁও গ্রামে বাস ও মোটরসাইকেলের সঙ্গে এক্সিডেন্ট হয়ে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
ঘটনা সূত্রে জানা যায়, দামোল মালিপাড়া হইতে রবিউল ইসলাম রুবেলএবং তার ভাগনা ও ভাগ্নিকে নিয়ে ইউনিয়ন পরিষদসংলগ্ন চৌরঙ্গী বাজারের দিকে যাওয়ার সময় হরিপুর থেকে পাহাড়গাঁও গ্রাম সংলগ্ন সড়কে আসা জহিরুল এন্টারপ্রাইজ এর সঙ্গে এক্সিডেন্ট হয়।
এক্সিডেন্টে বাইক চালক মোঃ রবিউল ইসলাম রুবেল এর ভাগিনা মো: রফিকুল ইসলাম এর মেয়ে মারুফা আক্তার(৮) নিহত হয় এবং তার বড় ভাই মোবারক আহত হয়।