Breaking
Sun. Apr 20th, 2025

হরিপুরে আজ বিশ্ব শিক্ষক দিবস পালিত


হরিপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

হরিপুর উপজেলা প্রতিনিধি:

শিক্ষার নতুন সামাজিক অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাবিশ্বের ন্যায় শিক্ষকের বীরোচিত মর্যাদা সমুন্নত রাখতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

আজ শনিবার সকাল দশটায় উপজেলা পরিষদের চত্বর থেকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক বন্যার্ঢ র্যালী শুরু হয়ে হরিপুর আলিম মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়।

পরে এক আলোচনা সভা অনষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুজ্জামান।

আলোচনায় সভায় বক্তারা শিক্ষকদের বিভিন্ন বৈষম্য ও দাবি দাওয়া গুলো নিয়ে বক্তব্য দেন। এতে প্রায় উপজেলার স্কুল কলেজ মাদরাসার দুই শতাধিক শিক্ষক অংশ নেন।

উক্ত আলোচনায় বক্তব্য দেন,

হরিপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মফিজুর রহমান কাদেরী, প্রাথমিক প্রধান শিক্ষক প্রদীপ কুমার দাশ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্বে করেন, হরিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিয়া।


আপনার জন্য