Breaking
Sun. Apr 20th, 2025

বাংলাদেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ঝুঁকিতে ২০ লাখ শিশু : ইউনিসেফ


বাংলাদেশের পূর্বাঞ্চলের চলমান বন্যায় ২০ লাখেরও বেশি শিশু ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে জাতিসঙ্ঘ শিশু তহবিল ইউনিসেফ। সংস্থাটি বলছে, চলমান বন্যায় বাড়িঘর, স্কুল ও গ্রাম প্লাবিত হওয়ায় তারা এ ঝুঁকিতে পড়েছে।

ইউনিসেফের মতে, বিগত ৩৪ বছরে বাংলাদেশের পূর্বাঞ্চলে আঘাত হানা সবচেয়ে ভয়ঙ্কর এই বন্যায় ৫৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় খাদ্য বা জরুরি ত্রাণ সরবরাহ ছাড়া পানিবন্দী হাজার হাজার মানুষ ও শিশুর জন্য ইউনিসেফ জীবন রক্ষাকারী সরঞ্জাম সরবরাহের জন্য ৩৫ মিলিয়ন মার্কিন ডলার সহযোগিতা প্রয়োজন।


আপনার জন্য