ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত- আহত শহীদ ভাইদের মাগফেরাত কামনা ও দোয়া কামনা করে এক সম্প্রীতি সমাবেশ আয়োজন করা হয়েছে।
আল আমিন আব্দুল্লাহ – স্টাফ রিপোর্টার
গতকাল ২৩ আগস্ট’২০২৪, ঠাকুরগাঁও জেলাধীন হরিপুর উপজেলা’য় চাপধা বাজারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়তের আমির মাওলানা আব্দুল হাকিম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান(সাবেক) অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারী মাওলানা রমিজউদ্দিন সহ জামায়াত নেতৃত্ববৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হরিপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো: বরকতুল্লাহ। এ সময় বিদ্যমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সকল কে আহবান করেন মুহতারাম জেলা আমীর।