Breaking
Mon. Dec 23rd, 2024

ভারতে চিকিৎসকদের ধর্মঘট, বিক্ষোভ জোরদার


ভারতীয় উপমহাদেশে ধর্ষণের বিচার পেতে ভিক্টিমকে অনেক বেশি বিলম্ব করতে হয়। বাংলাদেশসহ এর আশে পাশের প্রতিবেশী দেশ ভারত পাকিস্তানেও একই অবস্থা।ধর্মঘট করা ভারতীয় চিকিৎসকরা ঘোষণা দিয়েছেন, তাদের এক সহকর্মীকে ধর্ষণের পর হত্যা করায় তারা দেশব্যাপী বিক্ষোভ ও ধর্মঘট আরও জোরদার করতে যাচ্ছেন। আজ শঅনিবার (১৭ আগস্ট) বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

প্রতিটি ধর্ষণের বিচার চেয়ে ঢাবিতে ‘রাত দখল করো নারী’ কর্মসূচি 

প্রতিবেদনের জানানো হয়, চিকিৎসকরা বলেছে, ওই নৃশংস হত্যাকাণ্ডটি নারীর প্রতি সহিংসতা। এ ঘটনায় বিক্ষোভ আরও দীর্ঘস্থায়ী হবে।

পশ্চিমাবিশ্ব মুসলিম শরিয়া আইনের প্রতি উদাসীন হলেও এই এক ধর্ষণের বিচার এর ব্যাপারে সাধারণ জনগণ অনেক বেশি সন্তুষ্ট। বিশেষ ভাবে সৌদি আরব, মিশর ইয়েমেনে প্রকাশ্যে দিবালোকে শাস্তি দেওয়া হয় এই ধর্ষকদের। ভারতের অধিকাংশ নাগরিককে জিজ্ঞাসা করলে, তারাও বলে ধর্ষকের একটিই শাস্তি হওয়া উচিত আর হলো মৃত্যুদণ্ড। বেশ কিছু আলোচিত ধর্ষণের ঘটনা ঘটেছে ভারতে কিন্তু এর বিচার পেতে বেশ বেগ পেতে হচ্ছে ভিক্টিমের পরিবারকে। বারবার বিচার চাইতে গিয়ে নানা লাঞ্চনার স্বীকার হতে হয় তাদের।


আপনার জন্য